এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম
এবার ইসরায়েলের বন্দর শহর ইলাতে হুতিদের ড্রোন হামলা
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বলেছে, তারা লোগিত সাগরে ইসরায়েলি বন্দর শহর ইলাতকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে তারা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার একটি উপায় হিসেবে ইরান-সমর্থিত হুতিরা তাদের হামলা আরও বাড়িয়েছে।
মঙ্গলবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, তারা ইসরায়েলের ইলাত শহর ও ইসরায়েল-অধিকৃত ফিলিস্তিনের অন্যান্য এলাকায়ও ড্রোন হামলা চালিয়েছেন।
সামরিক মুখপাত্র ইয়াহিয়া আরও বলেন, হুতিদের দেওয়া তিনটি সতর্কতা সংকেত অগ্রাহ্য করার পর তারা লোহিত সাগরে এমএসসি ইউনাইটেডের একটি জাহাজ নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মালিকানা কোম্পানি এমএসসি মেডিটেরিয়ান নিশ্চিত করেছে যে এমএসসি ইউনাইটেড অষ্টম নামের জাহাজটি মঙ্গলবার হামলার শিকার হয়েছে। তবে জাহাজের ক্রুরা নিরাপদ আছেন। জাহাজটি সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বন্দর থেকে পাকিস্তানের করাচি যাচ্ছিল।
শিপিং কোম্পানিটি আরও বলেছে, তারা হামলার ঘটনাটি পর্যালোচনা করছে। এ ছাড়া তারা লোহিত সাগরে থাকা মার্কিন নেতৃত্বাধীন নৌজোটকে ঘটনাটি জানিয়েছে। মঙ্গলবার যুক্তরাজ্যের এই সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, ঘটনাটি ঘটেছে ইয়েমেনের হোদেইদাহ বন্দরের বাইরে প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরে।
হামলার বিষয়ে এমএসসি মেডিটেরিয়ানের কাছ থেকে বিবৃতি আসার কয়েক ঘণ্টা আগে সমুদ্রনিরাপত্তা নিয়ে কাজ করা যুক্তরাজ্যের একটি সংস্থা বলেছিল, ইয়েমেন উপকূলে একটি জাহাজে কিছু একটা ঘটার খবর তারা পেয়েছে। একাধিক ড্রোন দেখা গেছে। একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। লোহিত সাগরে ব্যাপক উত্তেজনার মধ্যে মঙ্গলবার এই ঘটনাগুলো ঘটল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি