এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ জুন, ২০২২, ০৫:০৬ পিএম
দিনাজপুরের হিলিতে এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় ডলিমেমরিয়াল স্কুলের আয়োজনে স্কুল চত্বরে ডলিমেমরিয়াল স্কুলের পরিচালক আলহাজ্ব মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম আহাম্মেদ টুকু,প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ অনেকে উপস্থিত ছিলেন।