ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

শতাধিক জিম্মিকে ফিরিয়ে আনতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৩:১২ পিএম

শতাধিক জিম্মিকে ফিরিয়ে আনতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

শতাধিক জিম্মিকে ফিরিয়ে আনতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

জেরুজালেমে বৃহস্পতিবার হাজার হাজার ইসরায়েলি কিশোর-কিশোরী একটি বিক্ষোভে অংশ নেয় যেখানে এখনো হামাস ও গাজার অন্য সশস্ত্র গোষ্ঠীর হাতে বন্দী শতাধিক জিম্মিকে ফিরিয়ে আনতে নতুন পদক্ষেপ নেয়ার দাবি জানায়। বিবিসি জানায়, এদের মধ্যে অনেকেই গত সাত অক্টোবরের হামলার ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সদস্য।

“আমি কিবুৎজ কাফার আজা থেকে এসেছি,” বিবিসিকে বলেন শিরি খিয়ালি। “সাত অক্টোবরের দিন আমি সেখানে ছিলাম। আমার মানুষদেরকে অপহরণ করা হয়েছে। আমরা তাদের ফেরত চাই। আমরা তাদেরকে এখনই ফেরত চাই।”

বিবিসি আরও জানায়, নতুন আরেকটি চুক্তির বিষয়ে সমঝোতা আলোচনা চলছে। এই চুক্তির আওতায় একটি সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে যাতে আরো জিম্মিকে উদ্ধার করা যায়। 

গত মাসে এ ধরণের একটি চুক্তির মাধ্যমে ১০৫ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছিল। যাইহোক, হামাস এরইমধ্যে জনসমক্ষেই জানিয়েছে যে তারা শুধুমাত্র একটি পূর্ণ যুদ্ধবিরতি নিয়েই আলোচনা করবে।

আলাদাভাবে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের কাছ থেকে নতুন একটি আহ্বান এসেছে এবং তিনি দখলকৃত পশ্চিম তীরে “বেআইনি” হত্যাকাণ্ড বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।

এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ গত সাত অক্টোবরের পর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরের বাসিন্দা ও ইসরায়েলি বাহিনীর হাতে ৩০০ ফিলিস্তিনির মৃত্যুর খবর যাচাই করে দেখেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর এক মুখপাত্র এই প্রতিবেদন নাকচ করে দিয়েছেন এবং তিনি একে হাস্যকর বলে উল্লেখ করে এটি ইসরায়েলিদের প্রধান নিরাপত্তা হুমকিকে খাটো করবে বলে মন্তব্য করেছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি