ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

ইউক্রেনজুড়ে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৩১


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম

ইউক্রেনজুড়ে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৩১

ইউক্রেনজুড়ে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৩১

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। শুক্রবার রাতভর এই হামলা চলে। এতে অন্তত ১৬০ আহত হয়েছেন । নিহত ৩১ জনের সবাই বেসামরিক নাগরিক।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। তিনি  বলেছেন, ‘রাশিয়ার অস্ত্রাগারে যত গোলাবারুদ-ক্ষেপণাস্ত্র ছিল, তার প্রায় সবই উজাড় করে দিয়েছে রুশ বাহিনী। তারা অন্তত ১২২টি ক্ষেপণাস্ত্র এবং ৩৬টি শাহেদ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনজুড়ে। তবে তার অধিকাংশই আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি।

 ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ বলেছেন, ২০২২ সালের ফেব্রুয়ারি অভিযান শুরুর পর থেকে এই প্রথম এত বড় মাত্রার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি জানিয়েছেন, তাদের বিমান বাহিনীর সেনারা ৮৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২৭টি ড্রোন ধ্বংস করেছেন।  শুক্রবার রাত থেকে ইউক্রেনের সামরিক ও অবকাঠামোগত স্থাপনাগুলো লক্ষ্য করে  এসব ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালানো হয়েছিল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি