ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

গাজায় এখন কাফনের কাপড়েরও তীব্র সংকট


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম

গাজায় এখন কাফনের কাপড়েরও তীব্র সংকট

গাজায় এখন কাফনের কাপড়েরও তীব্র সংকট

ইসরায়েলের টানা তিন মাসব্যাপি  নৃশংস হামলা ও গণহত্যায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিমুহূর্তে মারা যাচ্ছেন অবরুদ্ধ উপত্যকাটির মজলুম মানুষেরা। এতো বিপুল সংখ্যক মৃতের দাফন করার জন্য সেখানে এখন কাফনের কাপড়ও পাওয়া দুস্কর হয়ে উঠেছে। 

গাজার একজন স্বেচ্ছাসেবি জানান, সেখানে এতো বেশি মানুষ নিহত হচ্ছেন যে, দান করা কাফনের কাপড়ে তাদের দাফন সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে তার এক কাপড়ে চার বা পাঁচ জনকে দাফন করছেন। সবাই প্রিয়জনকে কাফন পরিয়ে দাফন করতে পারছেন না। এমনকি নিহত অনেককে চেনাও সম্ভব হচ্ছে না।

একজন শোকার্ত স্বামী গাজায় ইসরায়েলি হামলায় নিহত তার স্ত্রীর কাফনের ওপর লিখেছেন,‘তুমি ছিলে আমার জীবন, আমার চোখ, আমার দিল’।

একজন শোকার্ত ছেলে মায়ের কাফনের ওপর লিখেছেন, ‘আমার মা ছিলেন আমার সব কিছু’।গাজায় এখন নিহতের সংখ্যা ২১ হাজার ৫০৭ জন ছাড়িয়েছে। ১২ সপ্তাহ ধরে চলা ইসরায়েলি হামলায় নিহতদের দাফনের আগে কাফন পরানোর কাপড় জোগাড় করাও এখন গাজার মানুষের জন্য কঠিন হয়ে পড়েছে।

দাতা সংস্থা ও আরব দেশগুলোর সরকার কাফনের কাপড় দান করছে। প্রাপ্ত কাপড় ও নিহতের সংখ্যা ব্যাপক বাড়ার কারণে সংকট দেখা দিয়েছে। য্দ্ধু যদি আরও বিস্তারিত ও দীর্ঘায়িত হয় তাহলে কাপড় প্রাপ্তির পরিমাণ না বাড়লে কাফনের কাপড়ের সংকট আরও বাড়বে।

দাফন কাজ করে এমন একটি সংস্থা হল কেরাতান সোসাইটি। এর স্বেচ্চাসেবি আবু মুসা বলেন, আমরা এখন যে সংকট মোকাবিলা করছি তা ব্যাপক। কেবল কাপড়ই নয় কাঁচি ও তা ছুরিরও অভাব রয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি