এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম
ক্রিকেট ও ফুটবলের বাইরে যেমন ছিল ২০২৩ এর বিশ্ব ক্রীড়াঙ্গন
বিদায়ী বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বড় প্রাপ্তি এশিয়ান ইনডোরে স্প্রিন্টার ইমরানুর রহমানের ইতিহাস রচনা। অর্জন পাল্লা ভারি করেছে এশিয়ান আর্চ্যারিতে রুবেল-দিয়ার স্বর্ণজয়ও। বিশ্ব ক্রীড়াঙ্গনে স্বপ্নের মতো বছর কেটেছে টেনিস তারকা নোভাক জকোভিচ, ফর্মূলা ওয়ান ড্রাইভার ম্যাক্স ভারস্টেপেন ও দাবার ম্যাগনাস কার্লসেনের। এক নজরে দেখে নেবো ক্রিকেট-ফুটবলের বাইরে কেমন ছিল ২০২৩ এর বিশ্ব ক্রীড়াঙ্গন।
বিদায়ের অপেক্ষায় ২০২৩। দেশ-বিদেশের ক্রীড়াঙ্গনে ফুটবল, ক্রিকেটের বাইরেও ঘটনাবহুল একটা বছর। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সের ৬০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমানের স্বর্ণজয়। কাজাখস্তানে ক্যারিয়ার সেরা ৬ দশমিক ৫৯ সেকেন্ড টাইমিংয়ে এতো বড় মঞ্চে প্রথম উড়িয়েছেন লাল-সবুজের পতাকা।
আগস্টে হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথম বাংলাদেশি হিসেবে হিটে প্রথম হয়েছিলেন ইমরানুর। যদিও সেমিতে উঠতে ব্যর্থ লন্ডন প্রবাসী অ্যাথলেট। বছরে বাংলাদেশের আক্ষেপের নাম বক্সার সেলিম হোসেন। এশিয়ান গেমস পদকের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিকে। এশিয়াডে তীরে এস তরী ডুবিয়েছে বাংলাদেশের আর্চ্যারিও। তবে বছরজুড়ে একেবারেই হতাশ করেনি। মার্চে থাইল্যান্ডের ফুকেটে এশিয়ান আর্চ্যারির রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে দেশকে স্বর্ণ এনে দেন হাকিম আহমেদ রুবেল-দিয়া সিদ্দিকি জুটি।
তবে ব্যক্তি জীবনে দিয়া জুটি বেঁধেছেন রোমান সানার সঙ্গে। নতুন অধ্যায়ের বছরে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক মঞ্চে ফেরেন বাংলাদেশের আর্চ্যারির পোষ্টার বয়।
বিদেশের ক্রীড়াঙ্গনে অর্জনের দৌড়ে সবাইকে ছাড়িয়ে নোভাক জকোভিচ। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে শুরু, মাঝে ফ্রেঞ্চ ওপেন, আর সেপ্টেম্বরে ইউএস ওপেন দিয়ে শেষ। তিন গ্র্যান্ডস্লাম আর সাত এটিপি টাইটেল জয়ের বছরে গড়েছেন চারশো সপ্তাহেরও বেশি সময় ধরে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার রেকর্ড।
রেকর্ডবুকে নাম লিখিয়েছেন লেব্রন জেমস। কারিম আব্দুল জব্বারকে টপকে হয়েছেন এনবিএতে সর্বকালের সর্বোচ্চ স্কোরার। মৌসুমে ডেনভার নাগেটসের হাতে উঠেছে প্রথম এনবিএ শিরোপা। রাগবিতে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। রুদ্ধশ্বাস ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চতুর্থবার বিশ্বসেরা স্প্রিংবক্স।
দাবায় মর্যাদা অক্ষুণ্ন রেখেছেন ম্যাগনাস কার্লসেন। আগস্টে ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দকে হারিয়ে জিতেছেন বিশ্বকাপ। র্যাঙ্কিংয়ে শীর্ষ থেকে শেষ করছেন আরও একটি বছর। টানা একযুগ।
চীনের আধিপত্যে কেটেছে বছরের মেগা ইভেন্ট এশিয়ান গেমস। রেকর্ড ২০১ স্বর্ণ গেছে স্বাগতিকদের ঝুলিতে।
কয়েকটি ডিসিপ্লিনের জন্য সুখবর এসেছে ২০২৩-এ। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে বেসবল/সফটবল, ক্রিকেট, ল্যাক্রস ও স্কোয়াশকে অন্তর্ভূক্তির সিদ্ধান্ত নেয় আইওসি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি