ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

স্থগিতের সিদ্ধান্ত বাতিল, রাত ৮টায় কোক স্টুডিওর কনসার্ট


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১০ জুন, ২০২২, ০৩:০৬ পিএম

স্থগিতের সিদ্ধান্ত বাতিল, রাত ৮টায় কোক স্টুডিওর কনসার্ট

স্থগিতের সিদ্ধান্ত বাতিল, রাত ৮টায় কোক স্টুডিওর কনসার্ট

বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বৃহস্পতিবার বিকাল ৫টায় জানানো হয়, আমি স্টেডিয়ামে কোক স্টুডিও বাংলার কনসার্টটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত ও সূচি চূড়ান্ত হলে জানানো হবে। এক ঘণ্টার ব্যবধানে বদলে গেছে সেই সিদ্ধান্ত। আলোচিত এই কনসার্টটি আজই হচ্ছে। শুরু হবে রাত ৮টায়।  

এদিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদমাধ্যমকে বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় কনসার্ট আজ রাত ৮টায় শুরু করার নতুন সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। আয়োজকরা চাইছেন বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে থাকতেই এই কনসার্ট আয়োজন করতে। সেজন্যই কনসার্ট স্থগিত করেও নতুন সিদ্ধান্ত নেওয়া হলো। 

এদিন দুপুর ১টা ৩০ মিনিটে কনসার্ট মাঠের দরজা দর্শকদের জন্য খোলার কথা থাকলেও বিকাল ৪টা পর্যন্ত সেটি খুলতে পারেনি আয়োজকরা। তখনও ঝরছিল বৃষ্টি। আয়োজকদের পক্ষ থেকে এদিন দুপুরে জানানো হয়েছিল, প্রতিকূল আবহাওয়ার কারণে কনসার্ট শুরু হতে কিছুটা দেরি হচ্ছে। ভেন্যুর ফটক খোলা হবে বিকাল ৫টায়। আর কনসার্ট শুরু হবে ৭টা থেকে। এরপর বিকাল ৫টায় জানানো হয়, কনসার্ট স্থগিত।

এই কনসার্টে গাওয়ার কথা আছে নগরবাউল জেমস, ওয়ারফেজ, নেমেসিস, লালন সহ কোক স্টুডি বাংলার অর্ণব, রিপন, অনিমেষ রায়, পান্থ কানাই, মিজান, মমতাজ, ঋতুরাজ ও নন্দিতার।  

কোকা-কোলা বাংলাদেশের আয়োজনে চলতি বছরে দেশের সবচেয়ে বড় ও তারকাসমৃদ্ধ কনসার্ট বলা হচ্ছে এই কনসার্টকে। বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে এ কনসার্টের আয়োজনে কনসার্ট উপভোগ ছাড়াও দর্শক শ্রোতারা ফিফা অরিজিনাল ট্রফির সঙ্গে ছবিও তুলতে পারবেন।