ঢাকা, সোমবার, এপ্রিল ৭, ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১
Logo
logo

গণজাগরণের নাট্যোৎসবে ভিশনারি লিডার অভিনিত হয়েছে 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৭:১২ পিএম

গণজাগরণের নাট্যোৎসবে ভিশনারি লিডার অভিনিত হয়েছে 

গণজাগরণের নাট্যোৎসবে ভিশনারি লিডার অভিনিত হয়েছে 

 গত শুক্রবার সকাল ১১ টা থেকে বিকেল ৫টার মধ্যে ৩টি স্থানে শিল্প পিয়াসী ড. চঞ্চল সৈকত রচিত ও নির্দেশিত নতুন নাটক ‘ভিশনারী লিডার’ ঢাকার কলাবাগান মাঠ এলাকা, ধানমন্ডি লেক পাড় এবং গ্রীন রোড স্টাফ কোয়ার্টার মঞ্চায়ন হয়েছে। 

নাটকটিতে জয়ন্ত গাঙ্গুলী মূল চরিত্র ভুপেন (হরিজন সম্প্রদায়ের ঘরহীন লোক) চরিত্রে অভিনয় করেছেন। নায়িকার নাম নীলাঞ্জনা রাজ।  

 নাটকটিতে সরকারের উন্নয়নের কথা বলা হয়েছে। যেমন:- বেকারদের কর্মসংস্থান, একটি বাড়ি একটি খামার, মোবাইলের মাধ্যমে টাকা আদান প্রদান, বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, স্যাটেলাইট, স্মার্ট বাংলাদেশ, ভিশন ৪১ এর আলোকে উন্নয়নের নানান দিক নিয়ে নাটকটি অভিনিত হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি