এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১০ জুন, ২০২২, ০৭:০৬ পিএম
মহানবী (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ
মহানবী হজরত মুহাম্মদ সা. কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ মুসলিমরা। শুক্রবার দেশটির রাজধানী নয়া দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, শ্রীনগর ও উত্তর প্রদেশের শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
দিল্লির জামা মসজিদের সামনে জুমার নামাজের পর ব্যাপক বিক্ষোভ হয়। এক ঘণ্টা ধরে চলতে থাকে এই বিক্ষোভ। বিক্ষোভকারীরা নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি করেন।
উত্তরপ্রদেশের সাহারানপুর, মোরাদাবাদ ও প্রয়াগরাজে শত শত বিক্ষোভকারীরা রাস্তায় বিক্ষোভ করে। এসময় ওইসব এলাকার দোকানপাট বন্ধ ছিল। লখনৌ, কানপুর ও ফিরোজাবাদের মতো শহরগুলোতে পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দিল্লি পুলিশ এএনআইকে বলেন, বিক্ষোভকারীরা জামে মসজিদে বিজেপির বরখাস্ত নেতা নূপুর শর্মা ও বহিষ্কৃত নেতা নভিন কুমার জিন্দালের মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ করে। আমরা সেখান থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর বক্তব্যে এবার কঠোর হচ্ছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর নেপথ্যনায়ক বিজেপির বরখাস্তকৃত মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লির গণমাধ্যম শাখার বহিষ্কার হওয়া প্রধান নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।
গত ৫ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, সব ধর্মের প্রতি সম্মানে বিশ্বাসী বিজেপি। যে কোনো ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননার নিন্দা জানায় তারা। দলটি কোনো সম্প্রদায় কিংবা ধর্মকে অবমাননার বিরুদ্ধে অবস্থান নেয়। এ কারণে মহানবির সঙ্গে সম্পর্কিত আপত্তিকর টুইট এবং মন্তব্যগুলো ভারত সরকার বা তাদের নিজস্ব রাজনৈতিক দলের মতামতকে প্রতিফলিত করে না। বিজেপির পক্ষ থেকে ইতোমধ্যে গণমাধ্যমকে জানানো হয়েছে, ভারত সরকার এবং ভারতের শাসকদল উদ্ভূত পরিস্থিতিতে স্পষ্টভাষায় লিখিতভাবে নিন্দা জানিয়েছে। তদুপরি অভিযুক্তদের বিরুদ্ধে তাদের রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।