এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৩, ১২:১২ পিএম
১১ বছরের সম্পর্ক ছিন্ন করে নতুন ঠিকানায় লরিস
টটেহ্যামের সঙ্গে দীর্ঘ ১১ বছরের সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এফসিতে পাড়িজমালেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী গোলকিপার উগো লরিস। চুক্তির ৬ মাস বাকি ছিল এখনও। তবে বাস্তবতা নিশ্চয়ই অনুধাবন করতে পারছিলেন তিনি। মাঠে নামার সুযোগ তো পাচ্ছিলেন না একদমই। ৩৭ বছর বয়সী গোলকিপার তাই আগেভাগেই ক্যারিয়ারের ভবিষ্যৎ চূড়ান্ত করে ফেললেন।
দুই ক্লাবই শনিবার বিবৃতি দিয়ে জানিয়েছেন এই খবর। আপাতত এক বছরের জন্য নতুন ক্লাবের সঙ্গে চুক্তি হয়েছে লরিসের। তবে চুক্তিতে সুযোগ রাখা হয়েছে পরবর্তীতে আরও দুই বছর বাড়ানোর।
টটেনহ্যামে লরিসের ১১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি হলো এতে। লম্বা সময় শুধু নির্ভরতার সঙ্গে ক্লাবের গোলবারই সামলাননি, দলকে নেতৃত্বও দিয়েছেন ৮ বছর। বিদায় বেলায় সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় তিনি বললেন, এই ক্লাবকে হৃদয়ে ধারণ করবেন আজীবন।
লরিস বলেন, প্রথম দিন থেকেই আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের একজন হয়ে থাকতে পারা ও অধিনায়কদের একজন হতে পারা ছিল দারুণ সম্মানের। এখন এই অধ্যায়ের সমাপ্তি, তবে আপনারা সবসময়ই আমার হৃদয়ে থাকবেন। আমার ও আমার পরিবারের কাছে স্পার্সের বিশেষ জায়গা থাকবে সবসময়ই। একসঙ্গে ভাগাভাগি করা সবটুকু স্মৃতির জন্য কৃতজ্ঞতা। সবার জন্য শুভ কামনা।
টটেনহ্যামের হয়ে সব মিলিয়ে ৪৪৭টি ম্যাচ খেলেছেন লরিস। কোনো গোল হজম করেননি ১৫১ ম্যাচে। ক্লাবের হয়ে সেরা সাফল্য ২০১৮-১৯ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা। সেবার তারা হেরে যান লিভারপুলের কাছে।
ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী অধিনায়ক দেশের হয়ে রেকর্ড ১৪৫ ম্যাচ খেলে গত জানুয়ারিতে বিদায় জানান আন্তর্জাতিক ফুটবলকে। এবার ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়ের অধ্যায় চুকিয়ে পৌঁছে গেলে শেষ বেলার ঠিকানায়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি