ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

শেরপুরে পাহাড়ী ঢলে ঝিনাইগাতীর ৫ ইউনিয়নের ২৫ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত


মো. মুগনিউর রহমান মনি   প্রকাশিত:  ১০ জুন, ২০২২, ০৪:০৬ পিএম

শেরপুরে পাহাড়ী ঢলে ঝিনাইগাতীর ৫ ইউনিয়নের ২৫ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলা সদরের পানি কমলেও নতুন করে তিনটি ইউনিয়নসহ পাঁচ ইউনিয়নের পঁচিশটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অন্তত পাঁচ সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দেড় শতাধিক পুকুরের চাষকৃত মাছ ভেসে গেছে বন্যার পানিতে। দ্রুত সময়ের মধ্যে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর পানি কমতে শুরু করলেও ঝিনাইগাতী সদর, ধানশাইল, কাংশা, মালিঝিকান্দা ও গৌরীপুর ইউনিয়নের পঁচিশটি গ্রামের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এসব গ্রামের বেশ কিছু বাড়ি ঘরও পানিতে নিমজ্জিত রয়েছে। মহারশী নদীর পানির তোড়ে ঝিনাইগাতী উপজেলা শহর রক্ষা বাঁধ ভেঙ্গে যাওয়ায় দেড় শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। গবাদি পশু, পরিবারের শিশু ও বৃদ্ধদের নিয়ে খাদ্য সংকটে রয়েছে নদী তীরবর্তী এলাকার মানুষ। দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে প্লাবিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের দ্রুত সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে বাঁধ পুনঃনির্মাণে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক।