ঢাকা, সোমবার, এপ্রিল ৭, ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১
Logo
logo

পণ্ডিত ভবানী শঙ্কর মারা গেছেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৮:১২ পিএম

পণ্ডিত ভবানী শঙ্কর মারা গেছেন

পণ্ডিত ভবানী শঙ্কর মারা গেছেন

শনিবার (৩০ ডিসেম্বর) শনিবার বিকেলে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘পাখওয়াজ ওস্তাদ’খ্যাত পণ্ডিত ভবানী শঙ্কর। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

গত ২৬ ডিসেম্বর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পণ্ডিত ভবানী শঙ্কর। তারপর থেকেই শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার। ওইদিনই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে ধীরে ধীরে কিডনিসহ শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। এমন অবস্থায় তাকে ভেন্টিলেটরেও রাখা হয়। তবে শেষ রক্ষা হয়নি। শনিবার বিকেলে তিনি মারা যান।

এ পণ্ডিতের শেষকৃত্য রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় পশ্চিম বোরিভালিতে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভবানী শঙ্করের মরদেহ তার বাড়িতে রাখা হয়। যেখানে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন সংগীত জগতের তারকারা।

১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন পণ্ডিত ভবানী শঙ্কর। ছোটবেলা থেকেই সুরের মাঝে বড় হয়ে ওঠা তার। মাত্র আট বছর বয়স থেকে তালিম নেওয়া শুরু করেছিলেন তবলা আর পাখওয়াজে। তার বাবা বাবুলালজি ছিলেন একজন বিখ্যাত কত্থক শিল্পী। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি