এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৪, ০৩:০১ পিএম
গাজায় ইসরায়েলি হামলায় সাবেক ফিলিস্তিনি মন্ত্রী ও আল-আকসার ইমাম নিহত
গাজার মধ্যাঞ্চল আল-মাঘাজি শরণার্থী ক্যাম্পে নিজ বাড়িতে রোববার (৩১ ডিসেম্বর) ইসরায়েলি বিমান হামলায় সাবেক ফিলিস্তিনি মন্ত্রী ইউসুফ সালামা(৬৮) নিহত হয়েছেন। মরহুম ইউসুফ ফিলিস্তিনি অথরিটির (পিএ) ধর্মমন্ত্রী ছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তার মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেছে।
ফিলিস্তিনের বর্তমান আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্বাসের কাছের লোক ছিলেন ইউসুফ। তিনি ২০০৫ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি পবিত্র আল-আকসা মসজিদের ইমামও ছিলেন।
সাবেক ফিলিস্তিনি মন্ত্রী ও আল-আকসার ইমামকে হত্যার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় তিন মাস ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ২২ হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি