ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প : সুনামির সতর্কতা জারি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০৩:০১ পিএম

জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প : সুনামির সতর্কতা জারি

জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প : সুনামির সতর্কতা জারি

সোমবার স্থানীয় সময় বিকেলে দেশটির উত্তর-মধ্যাঞ্চলে এই ব্যাপক মাত্রার ভূমিকম্প হয় বলে জানায় সরকারি গণমাধ্যম এনএইচকে। ইতোমধ্যেই জাপানের আবহাওয়া দপ্তর দেশটির ইশিকাওয়া, নিগাতা এবং তোয়ামা জেলার উপকূলবর্তী এলাকাগুলোতে সুনামির আশঙ্কায় এক সতর্কবার্তা জারি করেছে।

আবহাওয়া দপ্তরের বিবৃতির বরাত দিয়ে এনএইচকে জানায়, ধারণা করা হচ্ছে আসন্ন সুনামি থেকে হতে যাওয়া জলোচ্ছ্বাসে সামুদ্রিক ঢেউ ৫ মিটার বা ১৬ ফুটের অধিক উচ্চতায় উঠে যেতে পারে।

এরই মধ্যে ইশিকাওয়া জেলার ওয়াজিমা শহরের উপকূলে ১ মিটার বা ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে বলে জানায় এনএইচকে। তবে এখন পর্যন্ত এই ভূমিকম্প বা জলোচ্ছ্বাসকে ঘিরে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ইতোমধ্যেই দেশটির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার ও কানসাই ইলেকট্রিক তাদের সরবরাহ কেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতা বা অনিয়ম আছে কিনা তা পরিক্ষা করে দেখছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি