ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

ট্রান্সফার মার্কেটে নেইমার দাম কমে গেলো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৬:০১ পিএম

ট্রান্সফার মার্কেটে নেইমার দাম কমে গেলো

ট্রান্সফার মার্কেটে নেইমার দাম কমে গেলো

২০২৪ সালের শীতকালীন দলবদলে দাম কমার তালিকায় প্রথম দশে স্থান পেয়েছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার।  ট্রান্সফার মার্কেটের হিসাবে ২০২৩ সালে ৩ কোটি ইউরো কমে তালিকার ৮ নম্বরে অবস্থান নেইমারের। তার দাম এখন ৪ কোটি ৫০ লাখ ইউরো। চোটের কারণে ২০২৩ সালে লম্বা সময় মাঠেরে বাইরে ছিলেন নেইমার। পরবর্তীতে পিএসজি ছেড়ে আল হিলালে যান এই ব্রাজিলিয়ান তারকা। সেবার তার মূল্য ছিলো ১০ কোটি ইউরো। সেখানেও পাঁচ ম্যাচের বেশি খেলতে পারেননি তিনি।

দাম কমার তালিকায় সবার ওপরে আছেন নেইমারেরই স্বদেশি আন্তোনি। ৪ কোটি ইউরো কমে বর্তমানে ৩ কোটি ৫০ লাখ দাম ম্যানচেস্টার ইউনাইটেডের এই উইঙ্গারের। 

আন্তোনির সমান দাম কমে ২ কোটি ইউরো মূল্য নিয়ে তালিকার দুইয়ে আছেন সৌদি ক্লাব আল নাসরের ফরোয়ার্ড সাদিও মানে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি