ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বানেশ্বরে বিক্ষোভ সমাবেশ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১০ জুন, ২০২২, ০৪:৩১ পিএম

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বানেশ্বরে বিক্ষোভ সমাবেশ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর তৌহিদী জনতা  চারঘাটের শিবপুর গ্রামের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে বানেশ্বর ট্রাফিক মোড়ে সমাবেশে মিলিত হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিজেপি ও ভারতের প্রতি নিন্দা জানিয়ে স্লোগান দেয় তারা।

তারা বলেন,মুসলমানদের টার্গেট করে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি সবার জন্য বিপদজনক। সেটি নোংরামির পর্যায়ে চলে গেছে। সমাবেশ থেকে ভারত সরকারের প্রতি ধর্মীয় সম্প্রীতির আহ্বান জানিয়ে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপনের প্রস্তাব করেন বিক্ষোভকারীরা।