এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম
রাফায়েল ভারানের সঙ্গে চুক্তি নবায়ন করছে না ম্যানইউ
ফ্রান্সের তারকা ফুটবলার রাফায়েল ভারানের সঙ্গে এক বছরের চুক্তি নবায়নের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর ফলে, জানুয়ারি থেকে প্রিমিয়ার লিগের ক্লাবটির বাইরে গিয়ে অন্য ক্লাবের সঙ্গে আলোচনায় ভারানের সামনে আর কোনো বাধা থাকলো না।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগের বিবেচনায় এখনো দলের মধ্যে গুরুত্বপূর্ণ পজিশন ধরে রেখেছেন ভারানে। কিন্তু ইউনাইটেড ৩০ বছর বয়সী এই অভিজ্ঞ মিডফিল্ডারের সঙ্গে নতুন করে চুক্তি বাড়াতে আগ্রহী নয়। ইঙ্গিত ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত ভারানের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।
ভারানের সঙ্গে ইউনাইটেডের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত রয়েছে। গত মৌসুমে সাবেক গোলরক্ষক ডেভিড ডি গিয়ার সঙ্গে ইউনাইটেড যা করেছিল ভারানের ভাগ্যেও একই পরিণতি হতে যাচ্ছে। গত মৌসুমে ক্লাবটির সর্বোচ্চ আয়ের খেলোয়াড় ছিলেন ভারানে ও ডি গিয়া। তাদের সঙ্গে আরও ছিলেন ক্যাসেমিরো ও জেডন সানচো।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি