এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৪, ১০:০১ পিএম
বৈরুত হামলা নিয়ে গণমাধ্যমে মন্ত্রীদের সাক্ষাৎকার না দিতে নির্দেশ নেতানিয়াহু’র
মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই নির্দেশনা দেন দেশটির প্রধানমন্ত্রী। একই দিনে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় এলাকা মোওয়াদে হামাসের কার্যালয়ে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক শাখার উপ-প্রধান সালেহ আল অরৌরি।
জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর এই নির্দেশনা দেয়ার পেছনে মূল কারণ জানা না গেলেও রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, সোমবার দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ ও প্রতিরক্ষামন্ত্রী ইতামার বেন গেভির গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বিতাড়ন বিষয়ে ‘বেফাঁস’ মন্তব্যের জেরেই এই নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি