গোলাম মোস্তাফিজার রহমান মিলন প্রকাশিত: ১০ জুন, ২০২২, ০৫:৫৮ পিএম
দিনাজপুরের হিলিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মাধবপাড়া ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠে হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন এর সভাপতিত্বে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন,যুগ্ন সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হজরত আলী সরকার,স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবাহক আজিম মল্লিক টিটন, যুগ্ন আহবাহক আসমান আলী বাবু,স্বেচ্ছাসেকব দলের সদস্য সচিব সোহেল হোসেন, যুবদলের আহবায়ক সাহ আলম, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তুজা সরকার, ছাত্রদলের সদস্য সচিব সাহাদৎ হোসেন সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিন্নুর রহমান সজল, মিনারুল ইসলাম মনিরসহ উপজেলা ও ইউনিয়ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,মাধবপাড়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক দল দীর্ঘদিন থেকে অবহেলিত হয়ে আছে। তাই আজ কর্মী সম্মেলন মাধ্যমে সকলের মাঝে উৎসাহিত্য করার লক্ষে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। কয়েক দিনের মধ্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হবে।আগামী দিনের আন্দলনে স্বেচ্ছাসেবক দল সব থেকে বড় ভুমিকা পালন করবে আশা করি।