ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

আমিরাতের মধ্যস্থতায় ৪৭৮ বন্দি বিনিময় রাশিয়া ও ইউক্রেনের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০৭:০১ পিএম

আমিরাতের মধ্যস্থতায় ৪৭৮ বন্দি বিনিময় রাশিয়া ও ইউক্রেনের

আমিরাতের মধ্যস্থতায় ৪৭৮ বন্দি বিনিময় রাশিয়া ও ইউক্রেনের

সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় বন্দি বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। রুশ প্রেসিডেন্ট  পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সম্মতিতে বুধবার ঘরে ফিরলেন দুদেশের মোট ৪৭৮ জন নাগরিক। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে আক্রমণের ধার বাড়িয়েছে মস্কো। পাল্টা মার দিচ্ছে কিয়েভও। এই যুদ্ধ আবহেই সফল হল আমিরাতের মধ্যস্থতা। 

বিবিসি সূত্রে খবর, এনিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উচ্ছ্বাস প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমাদের নাগরিকরা দেশে ফিরে এসেছেন। বুধবার সশস্ত্রবাহিনী, সীমান্তরক্ষী-সহ দুশোর উপর যোদ্ধা ও সাধারণ মানুষ ঘরে ফিরেছেন।’ ইউক্রেনের তরফে জানানো হয়েছে মোট ২৩০ জন বন্দি রাশিয়ার  হাত থেকে মুক্ত হয়েছেন।

রাশিয়া জানিয়েছে, আমিরাতের মধ্যস্থতায় বন্দি বিনিময় নিয়ে চুক্তি হয়েছে ইউক্রেনের সঙ্গে। ২৪৮ জন রুশ নাগরিক মুক্ত হয়েছে জেলেনস্কি বাহিনীর হাত থেকে। তবে একটি বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘বন্দি বিনিময়ের আলোচনা কঠিন ছিল।’ এদিন দুদেশেরই কর্মকর্তাদের বন্দি বিনিময়ের পর নানা ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি