এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ জানুয়ারী, ২০২৪, ০২:০১ পিএম
নিখিল গুপ্তের বিরুদ্ধে বিচারের আবেদন প্রত্যাখ্যান করল ভারতের সুপ্রিম কোর্ট
যুক্তরাষ্ট্রে শিখ নেতা গুরপাতওয়ান্ত সিং পান্নুনকে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে ভারতীয় নিখিল গুপ্ত প্রাগের জেলে বন্দি রয়েছেন। তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে একটি আবেদন প্রত্যাখ্যান করেছে ভারতের সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট বলেছে, যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যা ষড়যন্ত্রে ভারতীয় অভিযুক্ত ব্যক্তির মামলায় হস্তক্ষেপ করবে না তারা। গুরপাতওয়ান্ত সিং পান্নুনকে হত্যা করতে একজন ঘাতক ভাড়া করার চেষ্টা করছিলেন নিখিল গুপ্ত, এমন অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা। এ বিষয়ে আবেদন প্রত্যাখ্যান করে সুপ্রিম কোর্ট বলেছে, কোনো পদক্ষেপ নিতে হলে তা নিতে হবে ভারত সরকারকে।
নিখিল গুপ্তের একজন আত্মীয় সুপ্রিম কোর্টে ওই আবেদন করেছিলেন। তাতে নিখিল গুপ্তকে মুক্তি দিতে সুপ্রিম কোর্টের সহায়তা চাওয়া হয় এবং তাকে সুষ্ঠু বিচার পাওয়ায় সহায়তার আহ্বান জানানো হয়। তার আইনজীবীর দাবি নিখিল গুপ্তকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে।
এ নিয়ে শুনানি হয় সুপ্রিম কোর্টের দু’বিচারকের বেঞ্চে। তার মধ্যে একজন হলেন সঞ্জয় খান্না। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব এবং আদালতের প্রতি প্রতিশ্রুতির মূলনীতির অধীনে আমরা মনে করি এমন কোনো আবেদন মঞ্জুর করা যায় না। একে তারা একটি স্পর্শকাতর বিষয় বলে উল্লেখ করেন। বৃহস্পতিবার দিনের শেষের দিকে এ রায়ের একটি কপি প্রকাশ করার কথা রয়েছে।
এর আগে চেক প্রজাতন্ত্রের আইন মন্ত্রণালয় ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছে, নিখিল গুপ্তের বিষয়ে বিচারিক কোনো ক্ষমতা নেই ভারতীয় আদালতের। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা নভেম্বরে অভিযোগ করে যে, পান্নুন সহ উত্তর আমেরিকায় কমপক্ষে চার জন শিখ স্বাধীনতাকামীকে হত্যার ষড়যন্ত্র হয়েছে। এ সময়ই নিখিল গুপ্ত সংবাদ শিরোনামে উঠে আসেন। তারা বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিক পান্নুনকে নিউ ইয়র্কে হত্যা করতে একজন ঘাতককে ভাড়া করতে এক লাখ ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নিখিল গুপ্ত।
কিন্তু এ নিয়ে যে ঘাতকের সঙ্গে তিনি চুক্তি করেছিলেন, তিনি প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের একজন ছদ্মবেশী এজেন্ট। ভারত সরকারের একজন কর্মকর্তা নিখিল গুপ্তকে এই হত্যা মিশনের নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ আছে। তবে ওই ভারতীয় কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। যদি নিখিল গুপ্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাকে ২০ বছর পর্যন্ত জেল দেয়া হতে পারে।
অন্যদিকে পান্নুনকে একজন সন্ত্রাসী হিসেবে দেখে ভারত। কিন্তু পান্নুন এ অভিযোগ অস্বীকার করেন। দাবি করেন, তিনি ভারতের পাঞ্জাবে শিখদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র খালিস্তান কায়েমের একজন কর্মী। ভারতের সুপ্রিম কোর্টে পিটিশনে বলা হয়, নিখিল গুপ্তকে যুক্তরাষ্ট্রের স্বঘোষিত এজেন্টের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সুষ্ঠু বিচারিক সুবিধা দেয়া হচ্ছে না। তাকে নিঃসঙ্গ জেলে আটকে রাখা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি