ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইরানে হামলার দায় স্বীকার আইএসের, নিহতের সংখ্যায় ফের কমল ৮৪


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০২:০১ পিএম

ইরানে হামলার দায় স্বীকার আইএসের, নিহতের সংখ্যায় ফের কমল ৮৪

ইরানে হামলার দায় স্বীকার আইএসের, নিহতের সংখ্যায় ফের কমল ৮৪

ইরানে প্রাণঘাতী জোড়া বোমা হামলার  দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ওই হামলার ঘটনা ঘটে।

স্পাইমাস্টার কাসেম সোলেইমানিকে হত্যার বার্ষিকী উপলক্ষে ইরানে একটি বোমা হামলা চালানোর কথা জানিয়েছে ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)। দিন দুয়েক আগে দক্ষিণ ইরানের কেরমানে হওয়া সেই হামলায় ৮৪ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

গত বুধবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের সাবেক প্রধান কাশেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। 

ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা প্রাথমিকভাবে  জানায়,  হামলায় ১০৩ জন নিহত হওয়ার খবর দিয়েছিল এবং রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, হামলায় আরও ২১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পরে ইরানি স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনোল্লাহি নিহতের সংখ্যা সংশোধন করে বলেন, ‘সন্ত্রাসী হামলায় নিহতের সঠিক সংখ্যা ৯৫ জন’। পরে বৃহস্পতিবার ইরানের জরুরি পরিষেবার প্রধান হামলায় নিহতের সংখ্যা ৯৫ থেকে কমিয়ে ৮৪ জনে নামিয়ে আনেন। 

আইএস তাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এই হামলা চালানোর দাবি সামনে এনেছে। গ্রুপটি পরে তার নিউজ আউটলেট আমাক-এ দুজন মুখোশধারী লোকের ছবি প্রকাশ করেছে। ওই দুজন হামলার জন্য দায়ী বলেও জানায় এই গোষ্ঠীটি। তাদের নাম ‘ওমর আল-মুওয়াহিদ’ এবং ‘সাইফুল্লাহ আল-মুজাহিদ’ বলে জানিয়েছে। তবে  আক্রমণকারীরা ইরানি নাকি বিদেশি ছিল তা নাম দেখে নিশ্চিত করা বেশ কঠিন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি