এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ জানুয়ারী, ২০২৪, ০২:০১ পিএম
ব্রাজিল আমাকে সরাসরি কোচের প্রস্তাব দেয়নি: জোসে মরিনহো
জোসে মরিনহো, ফুটবল বিশ্বে সবাই তাকে চেনেন নামীদামী কোচ হিসাবে। এই কোচের পুরো ক্যারিয়ার অর্জন আর বিতর্কে ভরা। এবারো গুঞ্জন যেনো ডালপালা মেলছে। বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল কোচহীন হয়ে আছে। ইতালিয়ান কার্লো আনচেলত্তির দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আর নেই। ফুটবল বিশ্ব বিশ্বকাপের সবচেয়ে সফল ও অন্যতম সমর্থনপুষ্ট দলটির ডাগআউটে কে দাঁড়াবে, তা নিয়ে আলোচনা বিশ্বজুড়েই।
মরিনহোর রোমায় চুক্তি আছে আগামী জুন পর্য়ন্ত। অর্থাৎ চাইলে এখন তিনি অন্য কোন দলের সঙ্গে আলাপ চালাতেই পারেন। ক্লাব ফুটবলে তো প্রায় সবই জিতেছেন। ৪টি লিগ, ৫ টি ইউরোপিয়ান ট্রফি, ৫ টি কাপ- সেগুলোও ভিন্ন চারটি দেশে। ৬০ বছর বয়সে এবার কোন জাতীয় দলের দায়িত্বে তাকে দেখাটা প্রত্যাশিতও। এরমধ্যে পর্তুগাল থেকেও তাকেও প্রস্তাব দেওয়া হয়েছে, প্রস্তাব ছিল সৌদি আরবের।
এবার ব্রাজিলকে নিয়ে গুঞ্জন। গতরাতে রোমার ইতালিয়ান কাপের ম্যাচের পর মরিনহো অবশ্য জানিয়েছে, জানি না কী হচ্ছে। তবে ব্রাজিল আমাকে সরাসরি কোন প্রস্তাব দেয়নি। আর আমি আমার এজেন্টকে বলে দিয়েছি, রোমার আমাকে নিয়ে ইচ্ছা-অনিচ্ছার কথা না জেনে কারও সঙ্গে যেন আলাপ না করে। খবর বেরিয়েছে রোমা কর্তৃপক্ষই নতুন কোচ খুঁজছে।
মরিনহো তবে কোথায় যাচ্ছেন, তাতেই ব্রাজিলকে নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা। ২০২১ সালে তিনি ইতালির রাজধানীর ক্লাবটির দায়িত্ব নিয়েছেন। গত দুই মৌসুমে লিগে ষষ্ঠ হয়েছে তার দল, ২০২২-এ কনফারেন্স লিগের শিরোপা জেতে আর গত মৌসুমে ওঠে ইউরোপিয়ান লিগের ফাইনালে। এই মৌসুমে লিগে ৭ম স্থানে মরিনহোর দল, শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ১৭ পয়েন্ট পেছনে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি