এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ জানুয়ারী, ২০২৪, ১০:০১ পিএম
নানা পাটেকরের সঙ্গে একই পর্দায় অনন্ত-বর্ষা
প্রথম নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে ‘কিল হিম’ সিনেমায় অভিনয় করেছেন অনন্ত ও বর্ষা। গত রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি নির্মাণ করেন মোহাম্মদ ইকবাল। সিনেমাটি দর্শকমহলে প্রশংসিত হওয়ার পর, এবার ইকবাল নির্মাণ করবেন ‘কিল হিম ২’। তবে অনন্ত-বর্ষার সঙ্গে একই সিনেমায় বাড়তি চমক হিসেবে থাকবেন বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকর।
প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল বিষয়টি জানিয়ে আমাদের সময় ডট কমকে বলেন, ‘কিল হিম ২ নিয়ে নানা পাটেকরের সঙ্গে আমাদের টিমের কথা হয়েছে। নানা পাটেকর এখনো চুক্তিবদ্ধ না হলেও গল্পটি শুনে পছন্দ করেছেন। পাশাপাশি মৌখিকভাবে সম্মতিও জানিয়েছেন তিনি।’
তিনি বলেন, ‘নানা পাটেকর স্ক্রিপ্ট পাঠাতে বলেছেন। স্ক্রিপ্ট পড়ে কোনো সংশোধনী থাকলে তা করা হবে। আশা করছি, এ মাসেই তার সঙ্গে চুক্তি হয়ে যাবে।’
ইকবাল বলেন, ‘পরিচিত এক তামিল পরিচালকের মাধ্যমে নানা পাটেকরের সঙ্গে যোগাযোগ হচ্ছে। এখনো শুটিংয়ের তারিখ পরিকল্পনা করিনি। চিত্রনাট্য চূড়ান্ত হলে নানা পাটেকরের সঙ্গে চুক্তি হবে। এরপর অনন্ত ভাই ও তার সঙ্গে বসে শুটিং শিডিউল চূড়ান্ত করব।’
নানা পাটেকর ছাড়া অনন্ত-বর্ষার সঙ্গে আর কে কে থাকছেন, তা এখনই খোলাসা করেননি ইকবাল। তবে অভিনয়শিল্পী তালিকায় বেশ চমক থাকছে বলে আভাস দিয়েছেন তিনি। নির্মাতা জানান, ‘সম্পূর্ণ অ্যাকশন ঘরানার সিনেমা হবে কিল হিম ২। কিলহিমের থেকে আরও বেশি অ্যাকশন থাকবে এই সিনেমায়। আশা করছি, গতবারের মতো এবারও দর্শক আমাদের পাশে থাকবেন।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি