এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম
গাজা সিটির দুই এলাকা থেকে সরে গেলো দখলদার ইসরায়েলি বাহিনী
আলজাজিরা সাংবাদিক ঈসমাইল আল-ঘোল শুক্রবার (৫ জানুয়ারি) জানিয়েছেন, টানা ১০দিন ধ্বংসযজ্ঞ চালানোর পর গাজা সিটির দারাজ এবং তুফাহ থেকে সরে গেছে ইসরায়েলের দখলদার সেনারা। গাজার আল-শিফা হাসপাতালের সামনে থেকে তিনি বলেছেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী এলাকাগুলোতে ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে গেছে। তারা কবরস্থানের ওপর বুলডোজার চালিয়েছে এবং সদ্যই কবর দেওয়া লাশগুলোও টেনে বের করে ফেলেছে।
আল-ঘোল আরও জানিয়েছেন, জীবন বাঁচাতে ও নিরাপত্তার জন্য আল-রশিদ সড়ক ব্যবহার করে অনেক ফিলিস্তিনি দক্ষিণাঞ্চলে যাওয়ার চেষ্টা চালিয়েছেন। কিন্তু ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। অথচ আল-রশিদ সড়ককে কথিত মানবিক করিডোর হিসেবে ঘোষণা দিয়েছিল ইসরায়েল। তারা কথা দিয়েছিল, যারা দক্ষিণ দিতে যেতে চান তারা এ সড়ক ব্যবহার করে নিরাপদে যেতে পারবেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় স্বাধীনতার জন্য সংগ্রামরত প্রতিরোধ আন্দালনগুলোর গাজাভিত্তিক যোদ্ধারা। ওই হামলার পর ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর গাজায় নির্বিচার বোমা হামলা শুরু করে তারা। বোমা হামলার মধ্যেই ২৮ অক্টোবর গাজায় প্রবেশ করে ইসরায়েলের স্থল বাহিনী। বোমা হামলা ও স্থল বাহিনীর হামলায় গাজায় ২২ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৬০ হাজার মানুষ।
গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধ করতে আরববিশ্ব ও পশ্চিমা অনেক দেশ চেষ্টা চালাচ্ছে। তবে তা সত্ত্বেও নিজেদের হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বহিনী।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি