এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম
গাজার যুদ্ধে ‘পঙ্গু’ হয়েছে সাড়ে ১২ হাজার বেশি ইসরায়েলি সেনা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তিন মাস ধরে হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে কমপক্ষে ১২ হাজার ৫০০ সেনা। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওত আহরোনোত শুক্রবার এ খবর জানিয়েছে। নিহত ইসরায়েলি সেনাদের এ সংখ্যার কথা অবশ্য পত্রিকাটি জানায়নি। তবে হামাস যোদ্ধারা জানিয়েছে, এ যুদ্ধে তাদের হাতে দেড় হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে ।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নিযুক্ত একটি প্রতিষ্ঠান মূলত পঙ্গুত্ববরণকারী সেনাদের এ তথ্য প্রকাশ করেছে। সেনাদের হতাহতের বিষয়টি নিরূপণের দায়িত্ব দেওয়া হয়েছে ওই প্রতিষ্ঠানের ওপর। এত সেনার পঙ্গুত্ব বরণ করাকে ‘বিষন্নতার পূর্বাভাস’ হিসেবে অভিহিত করেছে সংবাদমাধ্যমটি।
১২ হাজার ৫০০ সেনার পঙ্গু হওয়ার বিষয়টিকে সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছে ইয়েদিওত আহরোনোত। হিব্রু ভাষার সংবাদমাধ্যমটি জানিয়েছে, পঙ্গু হিসেবে স্বীকৃতি পেতে ইসরায়েলি সেনারা যে আবেদন করছেন সেটি ২০ হাজারে পৌঁছাতে পারে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পুনর্বাসন বিভাগ বর্তমানে ৬০ হাজার পঙ্গু সেনাকে চিকিৎসা দিচ্ছে। এরমধ্যে ২০২৩ সালে কমপক্ষে ৫ হাজার সেনা পঙ্গুত্ব বরণ করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুক্রবার পর্যন্ত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন ৩ হাজার ৪০০ সেনা।
ইয়েদিওত আহরোনোত আরও জানিয়েছে, সেনাদের হতাহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক যে তথ্য দেওয়া হয়েছে সেটির সঙ্গে এ তথ্যের অনেক অসঙ্গতি রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা ৩ হাজারে পৌঁছেছে। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এই সময়ে পঙ্গুত্ব বরণ করেছেন ২ হাজার ৩০০ সেনা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি