ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইরানের জোড়া বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১১


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম

ইরানের জোড়া বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১১

ইরানের জোড়া বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১১

 ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে জোড়া বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের কর্ভৃপক্ষ একথা জানান। 

কেরমান শহরে গত বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক প্রধান কাশেম সোলায়মানির সমাধিস্থলের কাছে বিস্ফোরণ হয়। সেদিন ছিল সোলায়মানির চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ওই সময় শত শত মানুষ হেঁটে তার সমাধিস্থলের দিকে যাচ্ছিলেন। হামলার দায় স্বীকার করেছে আইএস।
 
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কেরমানে দুই আত্মঘাতী বোমা হামলাকারীকে সহায়তার অভিযোগে দুজনকে নিরাপত্তা বাহিনী আটক করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দেশটির অন্যান্য জায়গা থেকে আরও নয়জনকে আটক করা হয়েছে।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর এটি ছিল সবচেয়ে বেশি প্রাণঘাতী হামলার ঘটনা। বিস্ফোরণে নিহতদের গত শুক্রবার দাফন করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, শোকার্ত স্বজনেরা কফিন নিয়ে কাঁদতে কাঁদতে ‘প্রতিশোধ প্রতিশোধ’ বলে স্লোগান দিতে থাকেন।

গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এজেন্টরা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিস্ফোরক ডিভাইস, বোমা তৈরির রসদ, বিস্ফোরক বেল্ট, দূরনিয়ন্ত্রিত ডিভাইস, বিস্ফোরক পদার্থ ও ভেস্টে ব্যবহার করা হয় এমন শত শত পেলেটস জব্দ করেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি