এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম
নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
গাজা উপত্যকার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর হাতে আটক ইসরায়েলি
জিম্মিদের জীবিত উদ্ধার করার দাবিতে শনিবার রাতে রাজধানী তেল আবিবসহ ইসরাইল জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা এই মুহূর্তে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগ এবং গাজা যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন।
নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শনিবার রাতে তেল আবিবের ‘জিম্মি’ স্কয়ারে হাজার হাজার মানুষ সমবেত হন। বিক্ষোভে গত ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক ইসরাইলি জিম্মিদের স্বজনরাসহ নানা শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।
ওই বিক্ষোভ সমাবেশ সম্পর্কে তেল আবিব থেকে আল-জাজিরার সংবাদদাতা জানান, নেতানিয়াহু সরকারের পতন ও গাজা যুদ্ধ বন্ধের যে দাবি তোলা হয়েছে তা নজিরবিহীন ঘটনা। কারণ যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত সরকার বিরোধী বিক্ষোভকারীরা পর্যন্ত এ বিষয়ে একমত ছিল যে, যখন গাজায় যুদ্ধ চলছে এবং সেখানে জিম্মিরা আটক রয়েছে তখন ইসরায়েলে ঐক্য বজায় রাখতে হবে।
ওই সংবাদদাতা আরা জানান, গত সপ্তাহগুলোতে তেল আবিবের বিক্ষোভে কয়েক ডজন থেকে শুরু করে কয়েকশ’ মানুষ সমবেত হতো। কিন্তু শনিবার রাতের বিক্ষোভে কয়েক হাজার মানুষ জড়ো হয়। বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ‘শেম শেম’ স্লোগান দেন। তারা ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করেন।
জর্দান নদীর পশ্চিম তীরের জেরুজালের শহরেও প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের বাসভবনের সামনে বিপুল সংখ্যক ইসরাইলি সমাবেশ করেন। তারা গাজায় এখনও আটক শতাধিক ইসরায়েলি ‘জিম্মি’কে মুক্ত করে আনার দাবি জানান। ইসরাইলের অন্যান্য শহরেও শনিবার রাতে একই ধরনের বিক্ষোভ হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি