ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ১১


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম

পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ১১

পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ১১

ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার সেনাদের হামলায় নিহত ১১ জনের মধ্যে ৯ জন ফিলিস্তিনি ও দুইজন ইসরায়েলি নাগরিক। পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি নাগরিকদের একটি সমাবেশকে লক্ষ্য করে জেনিনে ওই বিমান হামলা চালানো হয়। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতদের মধ্যে চার সহোদর ভাইও রয়েছেন।

ইসরায়েলি পুলিশ দাবি করেছে, জেনিনে অভিযানের সময় তাদের ‘যানবাহনে... বিস্ফোরক ডিভাইস দিয়ে আঘাত করা’ হলে একজন কর্মকর্তা নিহত হন। এ সময়  আরও তিন পুলিশ কর্মকর্তা আহত হন।

পৃথক ঘটনায় ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে একটি চেকপয়েন্টে গাড়িতে থাকা এক ফিলিস্তিনি মেয়ে শিশুকে গুলি করে হত্যা করে। ওয়াফা জানিয়েছে, জেরুজালেমের উত্তর-পশ্চিমে বেইট ইকসা চেকপয়েন্টে ইসরায়েলি বাহিনী গুলি চালালে রুকায়া আহমদ ওদেহ জাহালিন নামের চার বছর বয়সী ওই মেয়েটি নিহত হয়।

 এর আগে রামাল্লার উত্তরে আবওয়েইন গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘটনায় তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি