এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম
গাজায় দেখা ভয়ংকর অবস্থার স্মৃতিচারণ
গাজার ফিলিস্তিনি ডাক্তার গাসসান করলেন আবু সিত্তা বলেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন এ যাবত তার দায়িত্ব পালনকালে সংঘটিত সব যুদ্ধ ও সংঘাতের ভয়াবহতার মাত্রাকে ছাড়িয়ে গেছে।
ফিলিস্তিনি বংশোদ্ভুত ব্রিটিশ ডাক্তার গাসসান করলেন আবু সিত্তা একজন প্লাস্টিক সার্জন। তিনি সংঘাত মেডিসিন বিষয়ক বিশেষজ্ঞ। তিনি গত শনিবার বৈরুতের ইন্সটিটিউট ফর প্যালেস্টাইন স্টাডিজে বার্তা সংস্থা এপিকে সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
গাজায় নির্বিচার ও অবিরাম ইসরায়েলি হামলার মধ্যে গাসাসান আবু সিত্তা সেখানে ৪৩ দিন কাটান। তিনি গাজা উপত্যকার হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হয়েছেন কারণ অস্ত্রোপচার করার মতো কোন অবস্থা, উপকরণ ও ওষুধপত্র উপত্যকাটিতে ছিল না। তিনি অন্যভাবে গাজার লোকদের পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে সেখানকার অসামরিক লোকজনের বিরুদ্ধে ইসরায়েলের কৃত ভয়াবহ অপরাধ সম্পর্কে তার অনেক কিছুই বলার আছে।
আবু সিত্তা এএফপিকে বলেছেন, তিনি ব্রিটিশ পুলিশের কাছে অসামরিক লোকজনের ওপর চালানো হামলা ও ব্যবহৃত অস্ত্রশস্ত্র সম্পর্কে ব্রিটিশ পুলিশকে অবহিত করেছেন। তিনি আশা করছেন, এসব তথ্য প্রমাণ ইসরায়েলের যুদ্ধ অপরাধের বিচারের পথ সুগম করবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি