এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৪, ০২:০১ পিএম
ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা হবে না: পেন্টাগন
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সোমবার জানিয়েছে, ইরাক থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রত্যাহারের কোনও পরিকল্পনা তাদের নেই। ইরাক সরকার অবশ্য তাদের দেশ থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে দেওয়ার জন্যে চাপ দিচ্ছে।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। গত সপ্তাহে ইরাকের সরকার ঘোষণা দিয়েছে, তারা দেশ থেকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে।
মার্কিন এয়ার ফোর্সের মেজর জেনারেল প্যাট্রিক রাইডার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘এই মুহূর্তে, এ ধরণের কোনও পরিকল্পনা (সেনা প্রত্যাহারের পরিকল্পনা) সম্পর্কে আমি অবগত নই। আমরা আইএসআইএসকে পরাজিত করার মিশনের ওপর বেশি মনোযোগ দিচ্ছি।’
তিনি বলেন, ইরাক সরকারের আমন্ত্রণে মার্কিন বাহিনী দেশটিতে অবস্থান করছে। রাইডার বলেছেন, তিনি মার্কিন সৈন্য অপসারণের সিদ্ধান্ত সম্পর্কে প্রতিরক্ষা বিভাগে বাগদাদের কোনও বিজ্ঞপ্তির বিষয়েও অবগত নন। এছাড়া এই বিষয়ে কোনও কূটনৈতিক আলোচনা হয়েছে কিনা তা জানার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকদের যোগাযোগ করতে বলেন তিনি।
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয় গত শুক্রবার বাগদাদে মার্কিন ড্রোন হামলার পর ইরাক থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে দেওয়ার পদক্ষেপের ঘোষণা দেন। ওই ড্রোন হামলার নিন্দাও করেছে ইরাক সরকার। পেন্টাগন জানিয়েছে, ওই ড্রোন হামলায় মার্কিন সেনাদের ওপর সাম্প্রতিক হামলার জন্য দায়ী একজন মিলিশিয়া নেতা নিহত হয়েছেন।
সুদানির কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইরাকে আন্তর্জাতিক জোট বাহিনীর উপস্থিতি স্থায়ীভাবে বন্ধ করার ব্যবস্থা করার জন্য একটি কমিটি গঠন করা হবে।’ রয়টার্স জানায়, ইরাকে আড়াই হাজার সেনা ছাড়াও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ৯০০ সৈন্য রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি