ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০২:০১ পিএম

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

লাটিন আমেরিকার দেশ ব্রাজিলে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৬ জন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে রাতের বেলা এই দুর্ঘটনা ঘটে।

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাহিয়ায় ট্রাকের সাথে উপকূলীয় অঞ্চলে পর্যটকবাহি মিনিবাসের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে।
 
প্রদেশটির স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, বাহিয়ার নোভা ফাতিমা এবং গাভিয়াও শহরের মধ্যে সংযোগ স্থাপনকারী ফেডারেল সড়কে রাতের আঁধারে এই দুর্ঘটনাটি ঘটে।

রয়টার্স জানায়, নিহতদের বেশিরভাগই মিনিবাসের যাত্রী বলে বাহিয়া সিভিল পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি