ঢাকা, রবিবার, এপ্রিল ৬, ২০২৫ | ২৩ চৈত্র ১৪৩১
Logo
logo

নতুন পরিচয়ে তানযীর তুহিন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম

নতুন পরিচয়ে তানযীর তুহিন

নতুন পরিচয়ে তানযীর তুহিন

প্রায় দুই দশকের বেশি সময় ধরে সুর-সংগীতে শ্রোতাদের মাতিয়ে চলেছেন তানযীর তুহিন। ‘শিরোনামহীন’ ব্যান্ড ছাড়ার পর ‘আভাস’ নামের একটি ব্যান্ড গড়েছেন তিনি। এরমধ্যে নাটকে অভিনেতা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন এই গায়ক। এবার গল্পকার পরিচয়ে হাজির হতে যাচ্ছেন তিনি।

অমর একুশে বইমেলায় প্রকাশ পেতে যাচ্ছে তার লেখা গল্পগ্রন্থ ‘আহত কিছু গল্প’। এর আগে গীতিকার হিসেবে পাওয়া গেলেও গল্পকার তুহিনের অভিষেক হচ্ছে এবারই প্রথম।

আহত কিছু গল্প’ নামটি তার একই শিরোনামের একটি গান থেকে নেওয়া হয়, যেটি প্রকাশ পেয়েছিল ‘শিরোনামহীন’ ব্যান্ডের ভোকালিস্ট থাকার সময়ে। বইটি প্রকাশ পাচ্ছে কিংবদন্তি পাবলিকেশন্স থেকে। এর প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। 

বর্তমানে ব্যান্ড আভাস নিয়েই ব্যস্ত সময় পার করছেন তুহিন। সর্বশেষ এ ব্যান্ডটি প্রকাশ করেছে ‘ক্যামেরা’ নামে একটি নতুন গান। এর আগে ‘মানুষ-১’, ‘বাস্তব’, ‘অনাথ’সহ বেশ কিছু গান প্রকাশ করেছেন তারা। জানা গেছে, শিগগিরই দুটি নতুন গান নিয়ে আসছে ব্যান্ডটি। একটি গানের শিরোনাম ‘সত্তা’। অন্যটির শিরোনাম এখনও ঠিক হয়নি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি