ঢাকা, রবিবার, এপ্রিল ৬, ২০২৫ | ২৩ চৈত্র ১৪৩১
Logo
logo

কেজিএফ’ নায়কের ব্যানার টাঙাতে গিয়ে ৩ ভক্তের মৃত্যু


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ১০:০১ পিএম

কেজিএফ’ নায়কের ব্যানার টাঙাতে গিয়ে ৩ ভক্তের মৃত্যু

কেজিএফ’ নায়কের ব্যানার টাঙাতে গিয়ে ৩ ভক্তের মৃত্যু

কেজিএফ’খ্যাত দক্ষিণী অভিনেতা যশের জন্মদিন ছিল গত সোমবার (৮ জানুয়ারি)। প্রিয় অভিনেতার জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজনে ব্যস্ত ছিলেন ভক্ত-অনুরাগীরা। দিনটি নানাভাবেই উদযাপন করেছেন তারা। তবে এসবের মাঝেই ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। যশের জন্মদিন পালন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিন ভক্তের। 

জানা গেছে, সোমবার ভোরে কর্ণাটকের গদগ জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান হনুমন্ত হরিজন (২৪), মুরালি নাদুভিনামনি (২০) ও নবীন গাজি (২০)। তারা তিনজনই অভিনেতা যশের ভক্ত ছিলেন। 

পুলিশ জানিয়েছে, গদগ জেলার লক্ষ্মেশ্বর তালুকের সুরনাগি গ্রামে যশের জন্মদিনের ব্যানার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনজন। একইসঙ্গে আহত হন আরও তিনজন। ব্যানারটিতে একটি ধাতব ফ্রেম ছিল, যা একটি তারের সংস্পর্শে আসে। আহত তিনজন জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি