ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

সরাসরি সম্প্রচার চলাকালে টিভি স্টুডিওতে ঢুকে পড়ে বন্দুকধারী চক্র


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম

সরাসরি সম্প্রচার চলাকালে টিভি স্টুডিওতে ঢুকে পড়ে বন্দুকধারী চক্র

সরাসরি সম্প্রচার চলাকালে টিভি স্টুডিওতে ঢুকে পড়ে বন্দুকধারী চক্র

ইকুয়েডরে একটি টেলিভিশন কেন্দ্রে মঙ্গলবার সরাসরি সম্প্রচার চলছিল। এসময় স্টুডিওতে ঢুকে পড়ে কয়েকজন বন্দুকধারী। তারা অনুষ্ঠানের কর্মীদের মেঝেতে শুয়ে ও বসে পড়তে বাধ্য করে। শোনা যায় গুলির শব্দও। একপর্যায়ে বন্ধ হয়ে যায় সরাসরি সম্প্রচার। 

দেশটির গুয়াইকিল শহরে টিসি নামের ওই টেলিভিশন স্টেশনে রুদ্ধশ্বাস এ ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দের মধ্যেই এক নারীকে আকুতি জানিয়ে বলতে শোনা যায়, ‘গুলি করবেন না, দয়া করে গুলি করবেন না।’ এক র্দ্ধুষ অপরাধী কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর ৬০ দিনের জরুরি অবস্থা জারির পরদিন এমন ঘটনা ঘটল।

ঘটনার প্রায় আধা ঘণ্টা পর পুলিশ সদস্যদের ওই স্টুডিওতে ঢুকতে দেখা যায়। এ সময় একজনকে বলতে শোনা যায়, তাদের একজন সহকর্মী আহত হয়েছেন। পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওই টেলিভিশন স্টেশন থেকে কর্মীদের সরিয়ে আনা হয়েছে। সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশটির দুর্ধষ মাদক চক্র লস ক্রোনেরসের হোতা হোসে অ্যাডলফো মাসিয়াস রোববার কারাগার থেকে পালিয়ে যান। ৪৪ বছর বয়সী মাসিয়াস ‘ফিতো’ নামেও পরিচিত। মাদকপাচার ও খুনসহ সংঘবদ্ধ অপরাধের দায়ে তার ৩৪ বছরের সাজা দেওয়া হয়।পরদিনই মাদক চক্রের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া। ঘোষণা করেন ৬০ দিনের জরুরি অবস্থা এবং রাত্রিকালীন কারফিউ।

গত বছরের নভেম্বরে প্রেসিডেন্টের দায়িত্ব নেন তরুণ ব্যবসায়ী ও রাজনীতিক নোবোয়া। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নিজের প্রত্যয়ের কথা জানান তিনি। এরপর এটাই নোবোয়ার সবচেয়ে কঠোর পদক্ষেপ।

এর আগে বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটায় অপরাধী চক্র। কয়েকজ পুলিশ কর্মকর্তাকেও অপহরণ করা হয়। উপকূলীয় শহর মাচালা, রাজধানী কুইটো এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লস রিয়সে এসব ঘটনা ঘটে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি