ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

আমিরাত ও বাহরাইনে রাডার সিস্টেম মোতায়েন করেছে ইসরাইল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ জুন, ২০২২, ০২:০৬ পিএম

আমিরাত ও বাহরাইনে রাডার সিস্টেম মোতায়েন করেছে ইসরাইল

আমিরাত ও বাহরাইনে রাডার সিস্টেম মোতায়েন করেছে ইসরাইল

ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলার নামে রাডার সিস্টেম মোতায়েন করেছে। ইসরাইলের গণমাধ্যম বলছে, যৌথভাবে ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।

ইসরাইলের চ্যানেল-টুয়েলভ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে ইসরাইল রাডার সিস্টেম মোতায়েন করেছে। চ্যানেল-টুয়েলভ দাবি করছে, ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি যৌথভাবে মোকাবেলা করার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। ইসরাইলের পক্ষ থেকে রাডার সিস্টেম মোতায়েন করার কারণে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আগেই সংশ্লিষ্ট দেশগুলোর সতর্কতা সংকেত পেয়ে যাবে।

চ্যানেল-টুয়েলভ এও জানিয়েছে যে, ইসরাইল এবং পারস্য উপসাগরীয় যেসব দেশের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক নেই এমন কয়েকটি আরব দেশকে নিয়ে ইরান বিরোধী জোট গঠনের চেষ্টা করছে আমেরিকা।

চ্যানেল টুয়েলভ বলছে, ইরানের হুমকি মোকাবেলা করার জন্য ইসরাইল এবং কয়েকটি আরব দেশের মধ্যকার এই জোট হবে মূলত একটি প্রতিরক্ষা-নিরাপত্তা সহযোগিতা চুক্তি। সম্ভাব্য এই চুক্তির জন্য ইসরাইল ও ছয় আরব দেশের মাঝে আমেরিকা সহযোগিতা সৃষ্টির কাজ করবে। আরব দেশগুলোর পক্ষে মিশর, জর্দান এবং ইরাককেও নেয়া হবে। মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলই ঐক্যবদ্ধভাবে এই প্রস্তাব নিয়ে কাজ করছে।।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে