ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

সোমালিয়ায় আল-শাবাবের হাতে ৮ আরোহীসহ জাতিসংঘের হেলিকপ্টার আটক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম

সোমালিয়ায় আল-শাবাবের হাতে ৮ আরোহীসহ জাতিসংঘের হেলিকপ্টার আটক

সোমালিয়ায় আল-শাবাবের হাতে ৮ আরোহীসহ জাতিসংঘের হেলিকপ্টার আটক

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় জাতিসংঘ মিশনের একটি হেলিকপ্টার ও তার ৮ আরোহীকে আটক করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব। গোষ্ঠীটির দখলে থাকা মধ্যাঞ্চলে অবতরণ করার পরে হেলিকপ্টারটি দখলে নেয় তারা।

সোমালিয়ায় জাতিসংঘের মিশন (আনসম) দেশটিতে ‘আকাশপথে ভ্রমণকালীন একটি ঘটনার’ কথা নিশ্চিত করেছে। জাতিসংঘের চুক্তিবদ্ধ ওই হেলিকপ্টারে করে অসুস্থ লোকদের সরিয়ে নেওয়া হচ্ছিল। জাতিসংঘ অবশ্য আল-শাবাবের নাম উল্লেখ করেনি। তবে সংস্থাটি বলেছে, ‘এই ঘটনায় প্রতিক্রিয়া জানানোর প্রচেষ্টা চলছে’।

এএফপির খবরে বলা হয়, জাতিসংঘের একটি মেমো বলছে- হেলিকপ্টারটি ধুসামারেব থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দক্ষিণ-পূর্বে ক্র্যাশ-ল্যান্ডিং করে এবং এতে জাতিসংঘের কোনও কর্মী ছিলেন না। আরোহীরা সবাই তৃতীয় পক্ষের ঠিকাদার ছিলেন। আল-শাবাব দক্ষিণ ও মধ্য সোমালিয়ার বড় অংশ নিয়ন্ত্রণ করে থাকে। দলটি আল-কায়েদার সাথে সম্পৃক্ত এবং প্রায় ২০ বছর ধরে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে।

হেলিকপ্টারটি আটকের বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন গালমুদুগ অঞ্চলের নিরাপত্তামন্ত্রী মোহাম্মদ আবদি আদান। সোমালিয়ার সামরিক কর্মকর্তা মেজর হাসান আলী বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বেশ কয়েকজন বিদেশি এবং দুই স্থানীয় ব্যক্তি হেলিকপ্টারটিতে ছিলেন। এর এক যাত্রী নিহত ও দুইজন পালিয়ে যায় বলে জানা গেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি