ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

অপরাধী ইসরায়েলি কর্মকর্তাদের হেগে বিচার ও জেল দিতে হবে: রাবাই


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ১০:০১ পিএম

অপরাধী ইসরায়েলি কর্মকর্তাদের হেগে বিচার ও জেল দিতে হবে: রাবাই

অপরাধী ইসরায়েলি কর্মকর্তাদের হেগে বিচার ও জেল দিতে হবে: রাবাই

অর্থোডক্স ইহুদী রাবাই হেইম সোফের বলেছেন, ইহুদীবাদী ইসরায়েল সরকারের সব সদস্য গাজা উপত্যকায় গণহত্যা চালিয়েছে এবং  তাদের সবাইকে উপযুক্ত শাস্তি দিতে হবে, তারা তা পাওয়ার যোগ্য। তিনি বলেন ইহুদীবাদীরা যুদ্ধ অপরাধী। ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের অপরাধ ঠেকাতে কোন দেশই এগিয়ে না আসায় আমি মর্মাহত হয়েছি। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাজায় ইসরায়েলি যুদ্ধ অপরাধের মামলা শুরু হচ্ছে। দক্ষিণ আফ্রিকা এ মামলা দায়ের করেছে।

আনাদোলুর সঙ্গে সাক্ষাৎকারে লন্ডনের এ রাবাই বলেন, আমরা বলছি ২৩ হাজার মানুষ নিহত হয়েছেন। নিহত এসব নারী,পুরুষ, শিশু ও বয়স্ক লোকেরা ছিলেন নিরাপরাধ নিরীহ মানুষ। ধ্বংস করা হয়েছে গাজার জনপদ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নগরী ড্রেসডেনের ধ্বংসের সঙ্গে তুলনীয়।

হেইম সোফের বলেন, বিশ্বের দেশগুলোর প্রতি আমার আবেদন এই ইহুদীবাদী যুদ্ধ অপরাধ বন্ধ করুণ, এটি আর চলতে দেওয়া যায় না। তিনি বলেন, এই যুদ্ধ অপরাধীদের কারাদন্ড দেওয়া জরুরী। বিশ্বে বিচার আছে তা দেখাতেই এটি করতে হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি