এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ১০:০১ পিএম
দক্ষিণ আফ্রিকায় প্রতিষ্ঠিত হচ্ছে ফিলিস্তিনি স্কার্ফ পরা ডেসমন্ড টুটু’র ভাস্কর্য
শুক্রবার রাজধানী কেপটাউনে কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের প্রতি ন্যায়বিচারের জন্য কাজ করা এই মানবসেবীর সম্মানে সাময়িকভাবে একটি পূর্ণ আকৃতির ভাস্কর্য প্রতিষ্ঠা হবে বলে জানায় ডেসমন্ড টুটু ফাউন্ডেশনস। প্রয়াত নোবেল শান্তি বিজয়ী এই ব্যক্তির ভাস্কর্যটি ‘গাজায় বোমা হামলা বন্ধ না হওয়া পর্যন্ত’ প্রদর্শন করা হবে জানায় ফাউন্ডেশন। মূলত হেগের আন্তর্জাতিক আদালতে গাজায় ‘অবিলম্বে সামরিক অভিযান স্থগিত’-এর জন্য ইসরায়েলের বিরুদ্ধে করা মামলার পর ভাস্কর্য প্রতিষ্ঠার এই ঘোষণা দেয়া হয়।
বার্তাসংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার ধর্মযাজক ডেসমন্ড টুটু সর্বদা ফিলিস্তিন ও ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েল রাষ্ট্রের নীতি এবং আচরণের স্পষ্ট সমালোচক ছিলেন। তিনি ইসরায়েলের অত্যাচারকে বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার নীতি ও কার্যক্রমের সাথে তুলনা করতেন। তাছাড়া দেশটিতে নেলসন ম্যান্ডেলার দল, ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার সমর্থক।
টুটুর ভাস্কর্যটি সেন্ট্রাল কেপটাউনের ২০০ বছর পুরানো ওল্ড গ্র্যানারি বিল্ডিং যা আজ ডেসমন্ড টুটু ফাউন্ডেশনের সদর দফতর তার বারান্দায় প্রদর্শিত হবে। ইসরায়েল ও গাজায় ‘জাতিসংঘের শান্তি দূত’ হয়ে সফর করা এই আর্চবিশপ ২০২১ সালে ৯০ বছর বয়সে মারা যান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি