ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

আবাহনীর কষ্টার্জিত জয়, ব্রাদার্সের জালে মোহামেডানের গোল উৎসব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:০১ পিএম

আবাহনীর কষ্টার্জিত জয়, ব্রাদার্সের জালে মোহামেডানের গোল উৎসব

আবাহনীর কষ্টার্জিত জয়, ব্রাদার্সের জালে মোহামেডানের গোল উৎসব

প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে প্রথম জয়ের স্বাদ পেলো ঢাকা আবাহনী লিমিটেড। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে সর্বনিম্ন গোলের ব্যবধানে হারিয়েছে গতবারের রানার্সআপরা। আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের জালে গোল উৎসব করেছে মোহামেডান।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজ শুক্রবার ১-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে আবাহনী। যদিও প্রথমার্ধে তাদের বেশ চাপে রেখেছিল শেখ জামাল। এমনকি লাল কার্ড দেখে রিয়াদুল রাফি মাঠ ছাড়লে অধিকাংশ সময় ১০ জন নিয়েই খেলে আকাশি-নীলরা।  

একজন কম নিয়ে খেললেও বেশ কয়েকবার আক্রমণে উঠেছে আবাহনী। রক্ষণও সামলেছে ভালোভাবেই। ৩৮তম মিনিটে বল দখলে লড়াইয়ে ফয়সাল আহমেদ ফাহিমকে পেছন থেকে ফাউল করেন রাফি। রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাকে। কিন্তু শেখ জামাল সেই কাজে লাগাতে পারেনি। ৮৮তম মিনিটে কর্নেলিয়ান স্টুয়ার্টের দারুণ ফিনিশিংয়ে জয় তুলে নেয় আবাহনী।

তিন ম্যাচে একটি করে জয়, হার ও ড্রয়ে ৮ পয়েন্ট আবাহনীর। দুই হার ও এক জয়ে শেখ জামালের সংগ্রহ ৩।

দিনের আরেক ম্যাচে ৫-১ গোলে জয় পেয়েছে মোহামেডান। যদিও প্রথমার্ধে মাত্র ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাদা-কালোরা। তবে দ্বিতীয়ার্ধে আরও চার বার বল পাঠিয়ে গোল উৎসব করে আলফাজ আহমেদের দল। শেষদিকে একটি গোল শোধ করে ব্রাদার্স।

দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জের ম্যাচ শেষ হয়েছে ১-১ সমতায়। ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে মোহামেডানের সংগ্রহ ৭ পয়েন্ট।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি