এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ পিএম
কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী প্রভা আত্রে মারা গেছেন
ওস্তাদ রশিদ খানের পর এবার কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী প্রভা আত্রে চলে গেলেন না ফেরার দেশে। শনিবার (১৩ জানুয়ারি) পুনের বাড়িতে মৃত্যু হয় কিরানা ঘরানার প্রবীণ এই সংগীতশিল্পীর। তার বয়স হয়েছিল ৯২ বছর।
শিল্পীর পরিবার সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে তিনটার দিকে ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন প্রভা আত্রে। শিল্পীর সাড়া না পেয়ে তাকে দ্রুত দীননাথ মঙ্গেশকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এর আগেই মারা যান প্রভা।
জানা গেছে, প্রভা আত্রের পরিবারের প্রায় সবাই যুক্তরাষ্ট্রে থাকেন। তারা দেশে আসার পর আগামী মঙ্গলবার (১৬ জানুয়ারি) শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।
প্রভা আত্রে কিরানা ঘরানার সুরেশবাবু মানে এবং হীরাবাই বদোদেকরের কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলেন। তার গায়কিতে সংগীতের দুনিয়ায় অন্য দুই মহান ব্যক্তি, খেয়ালের জন্য আমির খান এবং ঠুমরির জন্য বড়ে গুলাম আলি খানের প্রভাব তিনি নিজেই স্বীকার করেছিলেন।
প্রভা আত্রে কত্থক নৃত্যশৈলীতেও আনুষ্ঠানিক প্রশিক্ষণ নিয়েছিলেন। ভীমসেন যোশীর পর কিরানা ঘরানায় প্রভা আত্রের বিশেষ অবদান ছিল। সঙ্গীতের ক্ষেত্রে অবদানের জন্য ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’, ‘পদ্মভূষণ’, ‘পদ্মবিভূষণ’র মতো বহু পুরস্কারে ভূষিত করেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি