ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভূমিকম্পে সমুদ্র পিছিয়ে জাপানে জেগে উঠল ২৫০ মিটার জমি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম

ভূমিকম্পে সমুদ্র পিছিয়ে জাপানে জেগে উঠল ২৫০ মিটার জমি

ভূমিকম্পে সমুদ্র পিছিয়ে জাপানে জেগে উঠল ২৫০ মিটার জমি

বিষয়টা অনেকটা নববর্ষের চমকের মতোই। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, নববর্ষের ভূকম্পন এতটাই শক্তিশালী ছিল যে সমুদ্র পিছিয়ে গিয়েছে। সমুদ্র ঘেঁষে জেগে উঠেছে ২৫০ মিটার (প্রায় ৮০০ ফুট) জমি। সে জমি এতটাই বড় যে দু’দুটো ফুটবল মাঠ ধরা যেতে পারে। এর ফলে সমুদ্র বন্দর শুকনো খটখটে, সেখানে পানি নেই। উপগ্রহচিত্রে ধরা পড়েছে সেই দৃশ্য। 

 নববর্ষে ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপানের নোটো উপদ্বীপ অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৫। ২১৩ জন প্রাণ হারান সেই বিপর্যয়ে। ২৬ হাজার মানুষের ঠাঁই হয়েছিল আশ্রয় শিবিরে। অন্তত ৬০ হাজার ঘরে পানি নেই, ১৫ হাজার পরিবার ছিল বিদ্যুৎহীন। 

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ভূমিকম্পে সমুদ্র উপকূল থেকে সমুদ্র সরে গিয়েছে। ফ্রান্সের এক ইলেক্ট্রনিক টেকনিশিয়ান নাহেল বেলগোরজে (তিনি ভূ-পর্যবেক্ষক, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিপর্যয় পর্যবেক্ষণ করেন) প্রথম ৪ জানুয়ারি এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘জাপানের নোটো উপদ্বীপে সোমবার ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, উপকূলবর্তী অঞ্চলে ২৫০ মিটার জমি জেগে উঠেছে।’ 

তিনি নোটো উপদ্বীপের ভূমিকম্পের আগে ও পরের ছবি শেয়ার করেন সমাজমাধ্যমে। টোকিও বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞেরা জানিয়েছেন, নোটো উপদ্বীপের উত্তর-পশ্চিম উপকূলে অনুসন্ধানে নেমে অন্তত ১০টি স্থানে তারা জমি জেগে ওঠার (কোস্টাল আপলিফট) প্রমাণ পেয়েছেন। ‘জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি’-র বিশেষ কৃত্রিম উপগ্রহ ‘অ্যাডভান্সড ল্যান্ড অবজারভিং স্যাটেলাইট-২’-এর পাঠানো ছবিতেও বিষয়টি ধরা পড়েছে।