ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

গুপ্তচরবৃত্তির অভিযোগে এস্তোনিয়ায় রুশ অধ্যাপক গ্রেপ্তার 


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম

গুপ্তচরবৃত্তির অভিযোগে এস্তোনিয়ায় রুশ অধ্যাপক গ্রেপ্তার 

গুপ্তচরবৃত্তির অভিযোগে এস্তোনিয়ায় রুশ অধ্যাপক গ্রেপ্তার 

মঙ্গলবার এস্তোনিয়ার কর্তৃপক্ষ গণমাধ্যমকে এই তথ্য জানায়। ভায়াচেস্লাভ মোরোজভ নামের ওই অধ্যাপক এস্তোনিয়ার তার্তু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রাজনৈতিক তত্ত্ব নিয়ে অধ্যাপনা করেন। 

গত ৩ ডিসেম্বর থেকে মোরোজভ এস্তোনিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার (আইএসএস) হেফাজতে রয়েছেন। তবে মঙ্গলবারই তার গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ্যে আসে।

আইএসএস-এর মহাপরিচালক মার্গো প্যালোসন গণমাধ্যমকে জানান, মোরোজভ যখনই দেশে ফিরে গেছেন তখনই রাশিয়ান গোয়েন্দা সংস্থার কাছে ‘নিয়মিত’ তথ্য পাচার করেছেন।