এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম
গুপ্তচরবৃত্তির অভিযোগে এস্তোনিয়ায় রুশ অধ্যাপক গ্রেপ্তার
মঙ্গলবার এস্তোনিয়ার কর্তৃপক্ষ গণমাধ্যমকে এই তথ্য জানায়। ভায়াচেস্লাভ মোরোজভ নামের ওই অধ্যাপক এস্তোনিয়ার তার্তু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রাজনৈতিক তত্ত্ব নিয়ে অধ্যাপনা করেন।
গত ৩ ডিসেম্বর থেকে মোরোজভ এস্তোনিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার (আইএসএস) হেফাজতে রয়েছেন। তবে মঙ্গলবারই তার গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ্যে আসে।
আইএসএস-এর মহাপরিচালক মার্গো প্যালোসন গণমাধ্যমকে জানান, মোরোজভ যখনই দেশে ফিরে গেছেন তখনই রাশিয়ান গোয়েন্দা সংস্থার কাছে ‘নিয়মিত’ তথ্য পাচার করেছেন।