এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম
তুষারপাতে দুই বিমানের মুখোমুখি ধাক্কা!
ক্যাথে প্যাসিফিক সংস্থার তরফে জানানো হয়েছে, হোক্কাইডোর উত্তরে সাপ্পোরো শহরের নিউ চিটোস বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বিমানের সঙ্গে কোরিয়ান বিমানের ধাক্কা লাগে।
আনন্দবাজার জানায়, বিমানে তখন কোনও যাত্রী বা কর্মী ছিলেন না।
কোরিয়ান বিমান সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, বিমানটি পিছনে ঠেলে নিয়ে যাওয়ার সময় সেটির সঙ্গে ধাক্কা লাগে ক্যাথে প্যাসিফিক বিমানটির।
প্রচণ্ড তুষারপাত হচ্ছিল। সে কারণে যে যন্ত্র দিয়ে বিমানকে পিছিয়ে আনা হচ্ছিল, সেটি পিছলে যায়।