এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম
জাতিসংঘ মহাসচিবকে এ কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, সিরিয়ায় মোতায়েন ইরানের সামরিক উপদেষ্টাদের বিরুদ্ধে ইসরায়েল যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তার পরিণতি অবশ্যই দখলদার সরকারকে ভোগ করতে হবে। সূত্র: পার্সটুডে
সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয় গুতেরেসকে লেখা চিঠিতে এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কের মেজ্জে এলাকার একটি আবাসিক ভবনে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ৫ জন সামরিক উপদেষ্টা নিহত হন। এরপর ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে এই চিঠি লিখলেন।
চিঠিতে তিনি স্পষ্ট করে বলেছেন, পাঁচ সামরিক উপদেষ্টাসহ ইরানের যত নাগরিকের বিরুদ্ধে ইহুদিবাদীরা গুপ্তহত্যা ও সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে তার ফল তাদেরকে ভোগ করতে হবে।
সম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ইরানের সামরিক বাহিনীর বিরুদ্ধে এ নিয়ে তৃতীয় দফা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করলো বলে চিঠিতে উল্লেখ করেছেন হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। এ সমস্ত কর্মকাণ্ডের মধ্যদিয়ে ইসরায়েলের প্রকৃত সন্ত্রাসী চরিত্র এবং মধ্যপ্রাচ্য ও তার বাইরের বিভিন্ন অঞ্চলকে অস্থিতিশীল করার ভূমিকা স্পষ্ট হয়েছে।