ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

‘ফিলাডেলফিয়া করিডোর’ দখলের বিরুদ্ধে ইসরায়েলকে মিসরের কড়া হুঁশিয়ারি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৪, ০৯:২১ এএম

‘ফিলাডেলফিয়া করিডোর’ দখলের বিরুদ্ধে ইসরায়েলকে মিসরের কড়া হুঁশিয়ারি

গাজা উপত্যকা ও মিসরের মধ্যকার নিরপেক্ষ অঞ্চল হিসেবে অবস্থিত করিডোরটি। ১৯৭৯ সালে সম্পাদিত মিসর-ইসরায়েল ক্যাম্প ডেভিড শান্তি চুক্তিতে নিরপেক্ষ অঞ্চল হিসেবে এটিকে সংরক্ষণ করার গ্যারান্টি দেওয়া হয়েছে। সূত্র: আনাদোলু

সোমবার মিসর ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, জোর করে সীমান্ত এলাকাটি দখল করলে তা দ্বিপক্ষীয় সম্পর্কে হুমকি সৃষ্টি করবে। 

মিসরের রাষ্ট্রীয় তথ্যবিভাগ (সিআইসি) এর চেয়ারম্যান দিয়া রাশান বলেছেন, রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় অস্ত্র পাচার করার যে দাবি ইসরায়েল করেছে তা ‘অন্তঃসারশূন্য ও হাস্যকর’। 

তিনি বলেন, ইসরায়েল ঘোষিত এমন দাবি হল গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ‘সম্মিলিত শাস্তি’ অব্যাহত রাখাকে যুক্তিসংগত করার একটি অপচেষ্টামাত্র।

রাশান বলেন, ফিলাডেলফিয়া করিডোর দখলের চেষ্টা হবে মিসরের সঙ্গে দেশটির স্বাক্ষরিত চুক্তি ও দলিলের লংঘন বলে মনে করছে কায়রো। এ ধরণের কোন চেষ্টা মিসর-ইসরায়েল সম্পর্ককে মারাত্মক ক্ষতি করবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মিসর থেকে গাজাকে আলাদা করতে ফিলাডেলফিয়া করিডোরকে অবশ্য ইসরায়েলের দখলে আনতে হবে।