ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

আমার দম ফুরিয়ে গেছে, লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি: কোচ ইয়ুর্গেন ক্লপ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৪, ০৪:০১ পিএম

আমার দম ফুরিয়ে গেছে, লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি: কোচ ইয়ুর্গেন ক্লপ

আমার দম ফুরিয়ে গেছে, লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি: কোচ ইয়ুর্গেন ক্লপ

কোচ ইয়ুর্গেন ক্লপ চলতি মৌসুম শেষেই লিভারপুলের দায়িত্ব ছাড়ছে। ক্লাব কর্তৃপক্ষকে ইতোমধ্যে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন জার্মান এই কোচ। লিভারপুলও ক্লপের ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে ক্লপ লড়াইয়ের শক্তি ফুরিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন। গত নভেম্বরেই নাকি ক্লাবকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ক্লপ, আমি বুঝতে পারছি এই মুহূর্তে এমন সিদ্ধান্তে অনেকেই যখন প্রথমবার শুনবেন তখন চমকে যাবেন। তবে অবশ্যই এর ব্যাখ্যা আছে। অন্তত ব্যাখ্যা বোঝার চেষ্টা করবেন। ক্লপ আরো বলেছেন, এই ক্লাবের সবকিছুই আমি ভালোবাসি।

এই শহরও আমার ভাললাগার জায়গা। সমর্থক, দল, স্টাফ, সবাইকেই ভালোবাসি। কিন্তু এরপরও এমন সিদ্ধান্ত নেওয়ায় বুঝতেই পারছেন নিজের সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করছি।

নিজের দম ফুরিয়ে যাওয়ার কথাও বলছেন ক্লপ, কীভাবে বোঝাব যে আমার দম ফুরিয়ে এসেছে। এখন কোনো সমস্যা নেই। তবে এটা জানতাম এক সময় এ ব্যাপারে মুখ খুলতেই হবে।