ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ | ৩ কার্তিক ১৪৩১
Logo
logo

বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমারের আরো ৬৩ সীমান্তরক্ষী


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৪:০২ পিএম

বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমারের আরো ৬৩ সীমান্তরক্ষী

বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমারের আরো ৬৩ সীমান্তরক্ষী

বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মিয়ানমার থেকে পালিয়ে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন উলুবনিয়া সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে ঢুকে পড়ে। পরে তাদের হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ নিয়ে মোট ৩২৭ জন বিজিবির হেফাজতে রয়েছেন।

এর আগে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত পালিয়ে আসে ২৬৪ জন। তাদের মধ্যে বিজিপি, সেনাবাহিনীর সদস্য, কাস্টমস কর্মী ও আহত সাধারণ নাগরিক ছিলেন।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, ২৬৪ জনের মধ্যে বিজিপি, সেনা সদস্য, পুলিশসহ অন্যান্যরাও রয়েছেন।

বিজিবির একটি সূত্র জানিয়েছে, বিজিবির হেফাজতে থাকা ৩২৭ জনের মধ্যে ২৮৫ জন সীমান্তরক্ষী, সেনা সদস্য ২ জন, সিআইডি ৪ জন, লোকাল পুলিশ ৫ জন, স্পেশাল ব্রাঞ্চের ৯ জন, ইমিগ্রেশন বিভাগের ২০, বেসামরিক ২ জন রয়েছেন।