এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০২ পিএম
সাফ ফুটবল, ম্যাচ কমিশনারের ভুলে মহাগ্যাঞ্জাম
অনূর্ধ্ব-১৯ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে চলছে নাটক। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সরাসরি টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারও ছিল নাটকীয়তা। সাডেন ডেথে গড়ানো টাইব্রেকার ১১-১১ গোলে অমীমাংসিত থাকে। নাটক শুরু হয় এরপরই।
ফুটবলে সাধারণত টাইব্রেকার সাডেন ডেথ মীমাংসা না হওয়া পর্যন্ত চলতে থাকে। কিন্তু এ ম্যাচের শ্রীলঙ্কান কমিশনার ডি সিলভা জয়সুরিয়া দিলান শিরোপা নির্ধারণে টস করার সিদ্ধান্ত নেন। সেই টসের ভাগ্য-পরীক্ষায় জিতেই ভারত শিরোপা জয়ের উৎসবটাও শুরু করে দেয়।
কিন্তু টসের পরে বাংলাদেশ দল প্রতিবাদ জানায়। খুব সম্ভবত, বাংলাদেশের যুক্ত ছিল টসটা দ্রুত হয়ে গেছে। এ নিয়ে প্রতিবাদও চলতে থাকে। কিন্তু নাটক নতুন মোড় নেয় ম্যাচ কমিশনার নিজের ‘ভুল’ শোধরাতে যাওয়ায়।