ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

শিল্পী সমিতির নির্বাচনে আগ্রহী নন ইলিয়াস কাঞ্চন, শাকিব খান ও ফেরদৌস


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:০২ পিএম

শিল্পী সমিতির নির্বাচনে আগ্রহী নন ইলিয়াস কাঞ্চন, শাকিব খান ও ফেরদৌস

 শিল্পী সমিতির নির্বাচনে আগ্রহী নন ইলিয়াস কাঞ্চন, শাকিব খান ও ফেরদৌস

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল। নির্বাচনের প্যানেল নিয়ে চলচ্চিত্র শিল্পীদের মধ্যে চলছে জোর প্রস্তুতি। এবার সভাপতি হিসেবে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে গুঞ্জন শোনা গেলেও, তিনি নির্বাচন করছেন না বলে জানা গেছে।

অন্যদিকে সমিতির বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন বর্তমানে অবস্থান করছেন আমেরিকায়। তিনিও ২০২৪-২৫ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানা গেছে। তবে, শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তার একই পদে নির্বাচন করতে পারেন বলে জানিয়েছেন তিনি নিজেই।

কয়েকদিন আগে নিপুণ জানিয়েছিলেন, এবার তার প্যানেলে সভাপতি হিসেবে থাকতে পারেন বর্তমানের কোনো সংসদ সদস্য। সে হিসেবে অনেকেই ভেবেছিলেন নায়ক ফেরদৌসের নাম। কিন্তু তিনিও জানালেন শিল্পী সমিতির নির্বাচনে না থাকার সিদ্ধান্তের কথা।

এ বিষয়ে ফেরদৌস বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনে আমি থাকছি না। কারণ শিল্পীরা নির্বাচন করতে গিয়ে নানা দলে ভাগাভাগি হয়ে যায়। আমি এখন সবার। সবার হয়ে কথা বলতে চাই। তাই এবার নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এছাড়া, মতপার্থক্যের কারণে শিল্পী সমিতির কমিটির মেয়াদের শেষ পর্যায়ে এসে নিজ পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন সহ-সম্পাদক সাইমন সাদিক। শোনা যাচ্ছে, তিনি আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।